Logo

রাজনীতি    >>   ভারত সফরে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট

ভারত সফরে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট

ভারত সফরে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট

Progga News Desk:

ভারতের রাজধানী দিল্লিতে সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘটনায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার মধ্যেই তিনি দিল্লি সফরে গেলেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে ভ্যান্সের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা।এই সফরে পরিবার নিয়ে আগ্রা এবং জয়পুরের দর্শনীয় স্থানে ভ্রমণে যাবেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মোদী যখন যুক্তরাষ্ট্রে সফর করেন সে সময় দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তাবিত ওই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে গত কয়েক দিনের মধ্যে একাধিক বার আলোচনা হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের। দুই দেশই এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী। এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লি পৌঁছান জেড ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তিনি ভারতে এলেন। পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

দিল্লিতে পৌছানোর পর সেখানকার আকশারধাম মন্দির পরিদর্শনে যান জেড ভ্যান্স। সোমবার আরও পরের দিকে মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। অপরদিকে সন্ধ্যায় ভ্যান্সের জন্য নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী মোদী।

মোদী-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন। খবর বিবিসির